আইন-শৃংখলার বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

‘যারা আইন-শৃংখলার বিঘ্ন ঘটাবে, আইন-শৃংখলায় আঘাত হানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দল নয়, অপরাধীদের চাপে রাখার জন্যই এ ব্যবস্থা।’

বিরোধী দলকে চাপে রাখতেই আইন-শৃংখলা বাহিনী উগ্র কিনা এমন প্রশ্নের জবাবে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সচিবালয়ে তার কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।

বিরোধী দলের আন্দোলন- হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রাজপথে আন্দোলন করে সরকার হটানো যাবে না। জনগণকে বুঝতে দিতে হবে হরতালে তাদের কি স্বার্থ আছে। জনগণ বুঝে আন্দোলনে অংশ নেবে।’

শামসুল হক টুকু বলেন, ‘আন্দোলন শব্দটি তারা (বিএনপি) শুনেছেন। কি করে আন্দোলন করতে হয়, কি উপকরণ লাগে; তা তারা জানে না। আন্দোলন কি তাও তারা জানেন না, শুধু শব্দটি শুনেছে।’

আওয়ামী লীগ আন্দোলন করে যা অর্জন করেছে দেশবাসী আজ তা ভোগ করছে বলেও উল্লেখ করেন টুকু।

জামায়াতের ৩ নেতা আদালতে আত্মসমর্পণ করেননি এ ক্ষেত্রে সরকারের অবস্থান প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইন-শৃংখলা বাহিনী তাদের খুঁজছে, পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন, সচিবালয়ে বোমা হামলা না করলে বাড়তি নিরাপত্তার প্রয়োজন হতো না। সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা ঠিক নয়। তাদেরও (বিএনপি) দায়িত্ব নিতে হবে।

সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আইন-শৃংখলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়ার কথা। তবে এ ঘটনা তাদের অনিচ্ছাকৃত ত্রুটি। ’

রাজনীতি