ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে আটশ ৫০ জন ভারতীয় কারাবন্দিকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় ওই প্রতিশ্রুতি দেন সৌদি ক্রাউন প্রিন্স।
জানা গেছে, সৌদি আরবের কারাগারে চলতি বছরের জানুয়ারির হিসেব অনুসারে দুই হাজার দুইশ ২৪ জন ভারতীয় নাগরিক বন্দি জীবন পার করছেন। হত্যা, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা কারাগারে রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ২৭ লাখ ভারতীয় নাগরিক বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই স্বল্প মজুরিতে কাজ করছেন।