ছাতকে নৌকা প্রতীকের সমর্থনে গণমিছিল

ছাতকে নৌকা প্রতীকের সমর্থনে গণমিছিল

প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমানের নৌকা মার্কার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে গণমিছিলটি উপজেলার গোবিন্দগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল রহমান বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে আটকে দিয়েছিল। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ও এদেশের গ্রামের মানুষ, দরিদ্র মানুষ ও পিছিয়ে পড়া মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার।

উন্নয়নের এই মহা পরিকল্পনায় শিল্পনগরী ছাতককে সংযুক্ত করতে নৌকা মার্কার বিজয়ের কোনো বিকল্প নেই।

তিনি বলেন নৌকা মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ সমৃদ্ধ উন্নত ছাতক উপজেলা।

এ সময় বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আওলাদ আলী রেজা, গয়াছ আহমদ প্রমুখ।

গণমিছিলে, ছাতক উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর