সরকার রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প ব্যক্তি মালিকানায় ছাড়েনি : দিলীপ বড়ুয়া

সরকার রাষ্ট্রায়ত্ত কোনো শিল্প ব্যক্তি মালিকানায় ছাড়েনি : দিলীপ বড়ুয়া

মহাজোট সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত¡ কোনো শিল্প কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত¡  শিল্প প্রতিষ্ঠান ইস্টার্ন টিউবস লিমিটেডের এনার্জি সেভিংস বাল্ব উৎপাদনের প্ল্যান্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত¡  কারখানায় নতুন পণ্য উৎপাদন ও পণ্যের গুণগত মানোন্নয়নের মাধ্যমে এগুলোকে লাভজনক করতে মহাজোট সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘এর মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে পাজেরো স্পোর্টস জিপ এবং ইস্টার্ন টিউবস লিমিটেডের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিংস বাল্ব উৎপাদন শুরু করা হয়েছে।’

দিলীপ বড়–য়া বলেন, ‘বর্তমান সরকার পর্যায়ক্রমে রাষ্ট্রায়ত্ত¡  অন্যান্য কারখানায় পণ্য বৈচিত্র্যকরণের মাধ্যমে শিল্পসমৃদ্ধ মধ্য আয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছে।’

ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়া হাসান ইবনে আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইটিএল’র ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সোলায়মান হক, বিএসইসি ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম ও এনার্জি প্যাক লিমিটেডের পরিচালক নূরুল আকতার বক্তৃতা করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘অতীতে ব্যক্তিস্বার্থের জন্য বিএসইসি’র অনেক কারখানা পানির দরে বিক্রি করে দেওয়া হয়েছিল। এসব কারখানায় শিল্প পণ্য উৎপাদন অব্যাহত না রেখে আবাসিক ভবন নির্মাণের মাধ্যমে সরকারের সম্পত্তি বেহাত করা হয়েছে।’

তিনি ইটিএলকে একটি আধুনিক শিল্প কারখানায় পরিণত করতে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।

রাষ্ট্রায়ত্ত¡  শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বিভিন্ন সরকারি সংস্থায় ক্রয় করতে শিল্প মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানানো হবে বলেও জানান শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্রায়ত্ত¡ কল-কারখানায় উৎপাদন বাড়াতে শিল্প উপকরণের অপচয় রোধ ও শ্রমঘণ্টার প্রকৃত ব্যবহার বাড়াতে হবে বলে জানান। তারা ইটিএল’র উৎপাদন ও পণ্য বৈচিত্র্য বাড়াতে নতুন পণ্য উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের পরামর্শ দেন। একই সঙ্গে তারা প্রতিষ্ঠানটির গুদাম এলাকায় বহুতল ভবন নির্মাণ করে পণ্য সংরক্ষণ সুবিধা বাড়ানোর তাগিদ দেন। তারা রাষ্ট্রায়ত্ত¡ কারখানায় উৎপাদিত পণ্য সরকারি প্রতিষ্ঠানের কেনা বাধ্যতামূলক করার সুপারিশ করেন।

উলে¬খ্য, ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ইস্টার্ন টিউবস লিমিটেড নতুন এ সিএফএল প্ল্যান্ট স্থাপন করেছে।

চীনের উন্নত প্রযুক্তিতে স্থাপিত এ প্ল্যান্টে বছরে সাড়ে ৩ লাখ পিস এনার্জি বাল্ব উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের চাহিদার ১০ শতাংশ যোগান দেওয়া সম্ভব হবে। এ বাল্ব বেসরকারিভাবে উৎপাদিত বা আমদানিকৃত যে কোনো বাল্বের চেয়ে কম দামে পাওয়া যাবে।

দীর্ঘস্থায়ী ও গুণগত মানসম্পন্ন এ বাল্বের স্থায়িত্বকাল ন্যূনতম ৬ হাজার ঘণ্টা। ভোক্তা পর্যায়ে প্রতি পিস ১৫ ওয়াটের বাল্ব ২শ’ ১৫ টাকা, ২০ ওয়াটের বাল্ব ২শ’ ৩০ টাকা এবং ২৩ ওয়াটের বাল্ব ২শ’ ৪৫ টাকায় বিক্রি হবে।

এর মাধ্যমে ইটিএল’র অর্জিত ব্যবসায়িক সুনাম আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

অর্থ বাণিজ্য