সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিল্পায়নের দিকে এগিয়ে যেতে হবে : দিলীপ বড়ুয়া

সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিল্পায়নের দিকে এগিয়ে যেতে হবে : দিলীপ বড়ুয়া

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশে টেকসই ও সুসংহত শিল্পখাত গড়ে তোলার মাধ্যমে জনগণের জীবন মানোন্নয়ন মহাজোট সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সরকার জাতীয় শিল্পনীতি-২০১০ প্রণয়ন করেছে। এর আলোকে শক্তিশালী বেসরকারিখাত গড়ে তোলার জন্য সরকার সম্ভব সব ধরনের নীতিগত সহায়তা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে রহিম স্টিল মিলস কোম্পানি (প্রা.) লিমিটেডের ‘ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ’ পদক প্রাপ্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

রহিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুব-ই-আলম, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট একে আজাদ, রহিম স্টিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন, বিপণন প্রধান তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।

শিল্পমন্ত্রী বলেন, সমৃদ্ধ সমাজ বিনির্মাণের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে ধীরে ধীরে বৃহৎ শিল্পায়নের দিকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে দেশের অন্যান্য শিল্প উদ্যোক্তারা রহিম স্টিলের দৃষ্টান্ত অনুসরণ করতে পারে। তিনি এ প্রতিষ্ঠানকে মহাজোট সরকারের শিল্পসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে বাংলাদেশি শিল্প কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দিলীপ বড়ুয়া বলেন, শিল্পায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অন্যতম শর্ত। জাতীয় উন্নতি ও অগ্রগতির স্বার্থে সবাইকে দলমতের উর্ধ্বে উঠে শিল্পায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।

শিল্পমন্ত্রী জাতীয় সংসদকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে উল্লেখ করে শিল্প উন্নয়ন ব্যাহত হবার মতো কর্মসূচি পরিহার করে যে কোনো ধরনের রাজনৈতিক দাবি জাতীয় সংসদে উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, ইউরোপভিত্তিক প্রতিষ্ঠান বিজনেস ইনিসিয়েটিভ ডিরেকশন্স (বিআইডি) রহিম স্টিলকে ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ পদকে ভূষিত করে। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বা কোয়ালিটির স্বীকৃতি হিসেবে এ পদকের জন্য নির্বাচিত করা হয়।

গত ২৯ এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুটে অনুষ্ঠিত বিআইডি’র ৩৮তম ইন্টারন্যাশনাল কোয়ালিটি কনভেনশনে রহিম স্টিলকে এ পদক প্রদান করা হয়। দেশের স্টিল শিল্পের পথিকৃৎ রহিম স্টিল মিলস্ কোম্পানি (প্রা.) লিমিটেড ১৯৫৮ সাল থেকে স্টিল পণ্য উৎপাদন করছে। গুণগত মানের উৎকর্ষতা ও উদ্ভাবণী স্টিল পণ্যের জন্য এ প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

অর্থ বাণিজ্য