কাউন্টার টেররিজম ইউনিটের নতুন ভবনের ছয়তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন গ্রে নব্য জেএমবি

কাউন্টার টেররিজম ইউনিটের নতুন ভবনের ছয়তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন গ্রে নব্য জেএমবি

কাউন্টার টেররিজম ইউনিটের নতুন ভবনের ছয়তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন গ্রেপ্তারের পর হেফাজতে থাকা নব্য জেএমবির এক সদস্য। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিন্টো রোডের কাউন্টার টেররিজম ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।

জানা গেছে, আহত ওই জেএমবি সদস্যের নাম শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৬)।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শেখ গোলাম হোসেনকে ওই ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এমতাবস্থায় লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। ঘটনার পর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘শেখ গোলাম হোসেন গ্রেপ্তারের পর রিমান্ডে ছিলেন। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দৌড়ে গিয়ে ছয়তলা থেকে লাফ দেন।’

তিনি জানান, তার বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালানোর চেষ্টার জন্য পুলিশ আইনের ২২৪ ধারায় আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ শীর্ষ খবর