বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি পাকিস্তানের উদ্দেশে বলেছেন, এ ঘটনার ‘দাঁতভাঙা’ জবাব দেবে ভারত। এদিকে, এ ঘটনার প্রতিবাদে ভারতে নিযুক্ত পাকিস্তানি দূতকে তলব করেছে দিল্লি।
ভারতের সরকার মনে করছে, কাশ্মীরের ওই ভয়াবহ হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের উদ্দেশে বলেন, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেবো আমরা।
ওই বিবৃতি দেওয়ার পরপরই মোদি তার নিরাপত্তা উপদেষ্টাদেরকে বৈঠকে তলব করেছেন বলে জানা গেছে।
সূত্র : আল-জাজিরা