বিশ্ব ইজতেমায় হৃদরোগে আরো দুই মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় হৃদরোগে আরো দুই মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদের (কহর দরীয়ার) তীরে চার দিনব্যাপী শুরু হওয়া বিশ্ব ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্প‌তিবার রাতে ও আজ শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তারা। ‌এর আগে একই রোগে আক্রান্ত হয়ে মারা যান দুইজন।

নিহতরা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) ও কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।

এ ব্যাপারে ইজতেমা মাঠের অন্যতম জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান ও বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দুইজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তিনি আরো জানান, ইজতেমা মাঠে তাদের নামাজে জানাযা শেষে লাশগুলো গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ নিয়ে ইজতেমায় আগত মুসল্লির মৃতের সংখ্যা দাড়িঁয়েছে চারে।

এর আগেও গত বুধবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বর (৪০) ও বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ শীর্ষ খবর