টঙ্গীর তুরাগ নদের (কহর দরীয়ার) তীরে চার দিনব্যাপী শুরু হওয়া বিশ্ব ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তারা। এর আগে একই রোগে আক্রান্ত হয়ে মারা যান দুইজন।
নিহতরা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) ও কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।
এ ব্যাপারে ইজতেমা মাঠের অন্যতম জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার ভোরে পৌনে ৫টার দিকে সফিকুর রহমান ও বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দুইজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি আরো জানান, ইজতেমা মাঠে তাদের নামাজে জানাযা শেষে লাশগুলো গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ নিয়ে ইজতেমায় আগত মুসল্লির মৃতের সংখ্যা দাড়িঁয়েছে চারে।
এর আগেও গত বুধবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বর (৪০) ও বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।