রাষ্ট্রদূত নিয়োগে দুই সচিবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

রাষ্ট্রদূত নিয়োগে দুই সচিবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

খাদ্য সচিব বরুণ দেব মিত্র ও প্রাথমিক ও গণশিক্ষা সচিব একেএম আবদুল আউয়াল মজুমদারকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে ‘সমপর্যায়ের পদে নিয়োগের জন্য চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত’ করার আদেশ দেওয়া হয়।

খাদ্য বিভাগ থেকে বরুণ দেব মিত্রকে সরানোর পর সেখানে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক পদে থাকা অতিরিক্ত সচিব মুশফেকা ইকফাৎকে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নিয়াজউদ্দিন মিয়াকে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুপুরে এ আদেশ প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, সরকারের দুই সচিবকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে।

‘তারা কোন দেশে নিয়োগ পাচ্ছেন, তা এখনো নির্ধারিত হয়নি’, বলেও ওই কর্মকর্তা দাবি করেন।

তিনি আরো জানান, ‘সচিবের সম পর্যায়ের পদ’ বলতে ‘এ গ্রেড’ অ্যাম্বাসেডরকে বোঝানো হয়েছে।

দুই জনের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা হলেন বরুন দেব মিত্র। যিনি বিডি মিত্র বলে পরিচিত।

বিডি মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ১৯৮৩ সালের ২৭ অক্টোবর বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তাদের এ ব্যাচকে ’৮২ ব্যাচ বলা হয়।

১৯৮৩ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা একেএম আবদুল আউয়াল মজুমদারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া করেন। তাদের এ ব্যাচকেও ৮২ ব্যাচ বলা হয়।

এক সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া এ দুই সচিবের ব্যক্তিগত জীবনেও একটি বিষয়ে মিল রয়েছে। তারা উভয়েই দু’টি করে কন্যা সন্তানের জনক।

আউয়াল মজুমদারের স্ত্রী ও কন্যারা দেশে থাকলেও বরুণ দেব মিত্রের স্ত্রী ও দুই কন্যাই যুক্তরাষ্ট্রে বসবাস ও লেখাপড়া করেন। তার স্ত্রী রাখী মিত্র চৌধুরী ইউনিসেফের সদর দপ্তরে কর্মরত আছেন।

আউয়াল মজুমদারের স্ত্রী ডা. নীলুফার ইয়াসমিন এমন প্রসিদ্ধ স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

বাংলাদেশ