৩০তম বিসিএস : নিয়োগ পেলেন ২২৬২ জন

৩০তম বিসিএস : নিয়োগ পেলেন ২২৬২ জন

ত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ২৬২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতদের আগামী ৩ জুনের মধ্যে নিজ নিজ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে কাজ যোগদান করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি করে।

নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭৭ জন, স্বাস্থ্য ক্যাডারে ৫৬০ জন, পুলিশ ক্যাডারে ১৮৭ জন, কৃষি ক্যাডারে ৫৫ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, মৎস্য ক্যাডারে ৫৬ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩৯ জন, আনসার ক্যাডারে ৪২ জন, শুল্ক ও আবগারী ক্যাডারে ৫৩ জন, কর ক্যাডারে ৩৫ জন, অর্থনৈতিক ক্যাডারে ২৫ জন, খাদ্য ক্যাডারে ১০ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৫ জন, ডাক ক্যাডারে ছয় জন, সমবায় ক্যাডারে সাত জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে পাঁচজন, তথ্য ক্যাডারে (সাধারণ) তিনজন, তথ্য (অনুষ্ঠান) ক্যাডারে ১২ জন এবং বাণিজ্য ক্যাডারে দুই জন রয়েছেন।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক পদে ২০০৯ সালের জাতীয় বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা।

আদেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে ওই প্রার্থীরা চাকরিতে যোগদানে সম্মত নয়, ধরে নিয়ে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।

বাংলাদেশ