মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজমান দোষী সাব্যস্ত হয়েছেন। নিউ ইয়র্কের ফেডারেল আদালত ১০টি অভিযোগে তাকে অভিযুক্ত করেছে।
মাদক সরবরাহসহ অর্থ পাচার এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের একাধিক অপরাধে অভিযুক্ত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেতে পারেন গুজমান।
মেক্সিকোর একটি কারাগার থেকে সুরঙ্গ দিয়ে পালিয়ে যান গুজমান। পাঁচ মাস পর ২০১৬ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। তাকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
মেক্সিকোর কুখ্যাত মাদক ব্যবসায়ীদের চক্র ‘সিনায়োলা কার্টেল’ এর নিয়ন্ত্রকের ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র : বিবিসি