আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত মোতাবেক এ প্রত্যাহার শুরু হবে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল এ মন্তব্য করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
জেনারেল জোসেফ ভোটেল বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক। খুব শিগগিরই সেখান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের বিষয়ে আমরা আমাদের পথেই রয়েছি। ইতোমধ্যে সিরিয়া থেকে সামরিক সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় শুরু হয়েছে।
সূত্র : দ্য স্ট্রেইটস টাইম