ত্রিশাল আ`লীগে বিদ্রোহ: ৫৬ নেতার পদত্যাগ

বিদ্রোহের আগুনে পুড়ছে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ। একটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বহিস্কারের সিদ্ধান্তকে ঘিরে হঠাৎ করেই দলটিতে শুরু হয়েছে এ গৃহদাহ।

মঙ্গলবার ও বুধবার ৬৭ সদস্যের উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে পদত্যাগ করেছেন ৫৬ নেতা। পদত্যাগী নেতাদের এ বিদ্রোহের মুখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

দলীয় সূত্র জানায়, উপজেলার কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহকে বহিস্কারের পক্ষে দলটির বেশিরভাগ নেতাকর্মী অবস্থান নেন। বিপক্ষে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুটিকয়েক নেতা।

এ কমিটিকে ঘিরে শনিবার দলটির বিবদমান দু`টি গ্রুপ সভায় বসে। সভায় স্থানীয় সংসদ সদস্য রেজা আলী ওই সভাপতিকে বহিস্কারের পক্ষে অনড় অবস্থান নেন। এ নিয়ে দু`পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফুন নাহার বিউটিসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন।

সূত্র জানায়, কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমান উল্লাহ নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন না করে চারদলের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। ওই সময় থেকেই তাকে বহিস্কারের জন্য দলের ভেতরে জোর আওয়াজ ওঠে।

কিন্তু উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আবুল কালামসহ গুটিকয়েক নেতাকর্মী তাকে বহিস্কারের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন।

পদত্যাগী নেতাকর্মীদের একটি সূত্র জানায়, দলের বেশিরভাগ নেতাকর্মীদের দাবির মুখেও আমান উল্লাহকে দল থেকে বহিস্কার না করায় মঙ্গল ও বুধবার উপজেলা আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মী আকস্মিকভাবে পদত্যাগ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের কাছে এ পদত্যাগপত্রের কপি পাঠানো হয়েছে। এছাড়া কমিটির ৬৭ সদস্যের মধ্যে দু`জন ইতোপূর্বে মারা গেছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রাজনীতি