যাত্রাবাড়ি থেকে ১০ শিবিরকর্মী গ্রেপ্তার

বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা হরতালের শুরুতেই রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ৭ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, হরতালের সমর্থনে শিবিরকর্মীরা সায়েদাবাদ থেকে একটি মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে রওয়ানা হলে পুলিশ বাধা দেয়। এসময় কাজলা এলাকায় পুলিশ ও শিবিরকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় শিবিরের ১০ কর্মীকে। তবে প্রাথমিকভাবে এদের নাম ও দলীয় পরিচয় জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে এ হরতাল ডাকে ১৮ দলীয় জোট। এছাড়াও সমমনা রাজনৈতিক দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

যাত্রাবাড়ি থানার ওসি কে এম আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক শিবিরকর্মীরা নাশকতার চেষ্টা করছিল। পুলিশ তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

রাজনীতি