ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল, বিক্ষোভ ভাঙচুর ব্যাংকে হামলা

ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের হরতাল, বিক্ষোভ ভাঙচুর ব্যাংকে হামলা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশের প্রতিবাদে ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বুধবার বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল ডেকেছে বিএনপি।

এ ঘটনাকে কেন্দ্র করে শহরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট ও শতাধিক টিয়ার শেল নিক্ষেপ করেছে।

এছাড়া শহরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে নেতাকর্মীরা।

বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা দূরপাল্লার নাবিল পরিবহনের ৩টি কোচ, ২টি প্রাইভোট কার, ৫টি মোটরসাইকেল ও বেশ কিছু ইজিবাইক ভাঙচুর করে।

এছাড়া নেতাকর্মীরা অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও একটি বীমা অফিসসহসহ বেশকিছু দোকানপাটেও ভাঙচুর চালায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে বিএনপির প্রায় তিন হাজার নেতাকর্মী অবস্থান করছিলেন।

অপরদিকে, পুলিশ জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে রেখেছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান জেলায় অনির্দিষ্টকালের জন্য হরতাল ডাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাাপ্ত মহাসচিব মির্জা ফখররুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মহানগর হাকিম মো. এরফান উল্লাহর আদালতে বুধবার বেলা পৌনে ২টার দিকে এ আদেশ দেওয়া হয়।

রাজনীতি