তেল বিক্রির অর্থ রাশিয়ায় পাঠাবে ভেনেজুয়েলা!

তেল বিক্রির অর্থ রাশিয়ায় পাঠাবে ভেনেজুয়েলা!

ভেনেজুয়েলা খনিজ তেল সমৃদ্ধ দেশ। দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে দেশটি।

সূত্র ও অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানি পিডিভিএসএ-এর পক্ষ থেকে ক্রেতাদের রাশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সরবরাহ করা হয়েছে। রাশিয়ার গ্যাজপ্রমব্যাংক এও-তে নতুন এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে। ক্রেতাদের সেই অ্যাকাউন্টে তেল কেনার অর্থ জমা দিতে বলা হয়েছে। জয়েন্ট ভেঞ্চারগুলোকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভেনেজুয়েলায় হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

সূত্র : রয়টার্স

আন্তর্জাতিক