তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ার একটি তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। এরা সকলেই বাংলাদেশি। মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা তাদেরকে সেখানে আটকে রেখেছিল। ইন্দোনেশিয়ার পুলিশ তাদের উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার অভিবাসন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

অভিবাসন কর্মকর্তারা বলছেন, আটক বাংলাদেশিরা কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় এসেছিলেন।

এ বিষয়ে সুমাত্রার অভিবাসন বিভাগের প্রধান জানান, আটক বাংলাদেশিরা মানবপাচারকারীদের কবলে পড়েছেন। তাদের মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ভালো কাজের লোভ দেখানো হয়েছিল। ফাঁদে ফেলে তাদের ইন্দোনেশিয়ায় নিয়ে আসা হয়।

সূত্র : রয়টার্স

বাংলাদেশ শীর্ষ খবর