যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে তৈরি জিস্যাট৩১ সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো

যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে তৈরি জিস্যাট৩১ সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরি নতুন কৃত্রিম উপগ্রহ জিস্যাট-৩১ সফলভাবে উৎক্ষেপণ করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান (ইসরো)। গত মঙ্গলবার গভীর রাতে এই যোগাযোগ সংক্রান্ত উপগ্রহটির সফল উৎক্ষেপণ হয়েছে।

তবে ভারত নয়, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূল থেকে ভারতীয় সময় রাত ২টা ৩১ মিনিটে ওই উপগ্রহটির উৎক্ষেপণ করা হয়। লঞ্চের ৪২ মিনিট পরে সফলভাবে কক্ষপথে পোঁছেছে জিস্যাট-৩১।

ইসরো চেয়ারম্যান ড. কে সিভান জানিয়েছেন, মূল ভূখণ্ডের সাথেই উপকূল এলাকায় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে জিস্যাট-৩১। প্রসঙ্গত, যোগাযোগের জন্য এই নিয়ে মোট ৪০টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো। জিস্যাট-৩১ এর ওজন দুই হাজার পাঁচশ ৩৫ কিলোগ্রাম।

আগামী ১৫ বছর কাজ করবে নতুন জিস্যাট-৩১। টিভির আপ লিঙ্কিং থেকে শুরু করে, ডিজিটাল স্যাটেলাইট নিউজ-এর মতো কাজে এই উপগ্রহ সাহায্য করবে।

আন্তর্জাতিক