ফেব্রুয়ারির শেষে ভিয়েতনামে বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

ফেব্রুয়ারির শেষে ভিয়েতনামে বৈঠকে বসছেন ট্রাম্প-কিম

দ্বিতীয়বারের মতো শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভিয়েতনামে এ বৈঠক হবে বলে জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে।

গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসে স্টেট অব দি ইউনিয়নের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।

ভাষণে ট্রাম্প বলেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নির্বাচিত না হতাম, আমার মতে- আমরা এখন উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তাম।

তবে কিমের সঙ্গে প্রথম বৈঠকের ধারাবাহিকতা রক্ষার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, এখনও অনেক কাজ বাকি আছে। কিন্তু কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক একটি ভালো দিক। চেয়ারম্যান কিম ও আমি আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামে বসতে যাচ্ছি।

হ্যানয় ও ড্যানাঙে এ বৈঠক হতে পারে বলে জানা গেছে। অবশ্য নির্দিষ্ট ভেন্যুর কথা উল্লেখ করেননি ট্রাম্প।

আন্তর্জাতিক