নির্বাচন পর্যন্ত অযোধ্যায় মন্দিরের দাবি স্থগিত করেছে বিশ্ব হিন্দু পরিষদ

নির্বাচন পর্যন্ত অযোধ্যায় মন্দিরের দাবি স্থগিত করেছে বিশ্ব হিন্দু পরিষদ

নির্বাচনের ইস্যু যেন না হয়, সেজন্য অযোধ্যায় রামমন্দির নির্মাণের দাবিতে প্রচার-আন্দোলন আসন্ন লোকসভা নির্বাচন পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

রামজন্মভূমি আন্দোলন শুরু করেছিল তারাই। গত কয়েক মাস ধরে দেশব্যাপী তারা প্রচার চালাচ্ছে, অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির গড়ার জন্য সংসদে আইন পাস হোক।

ওই দাবিতে সভা-সমাবেশের পাশাপাশি রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে সব দলের সাংসদদের কাছেও যাচ্ছেন তারা। তবে ভিএইচপির আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেন, ভিএইচপি অযোধ্যায় ভগবান রামের জন্মস্থানে রামমন্দির নির্মাণের প্রচার সাধারণ নির্বাচন পর্ব শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, এটা নির্বাচনের ইস্যু যেন না হয়, সেটা চায় সংগঠন। যদিও তারা অযোধ্যায় রামমন্দির নির্মাণের ইস্যুর প্রতি দায়বদ্ধ এবং কেন্দ্রে পরবর্তী সরকার গঠন হলেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক