ভারতে বিগত ৪৫ বছরের মধ্যে সাম্প্রতিক সময়ে বেকারত্বের হার সবচেয়ে বেশি। সরকারি এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ফাঁস হওয়া ওই জরিপ অনুযায়ী, দেশটিতে বর্তমানে বেকারত্বের হার ৬ দশমিক এক শতাংশ যা ১৯৭০ সালের পর থেকে সবচেয়ে বেশি। ২০১৭ এর জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত ওই জরিপ পরিচালনা করে দেশটির ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস।
সংশোধিত নাগরিকত্ব বিলসহ বিতর্কিত বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদিকে নিয়ে বিরোধীদের কঠোর সমালোচনার মধ্যেই এ প্রতিবেদন ফাঁস হলো।
২০১১-১২ সালে এ হার ২ দশমিক দুই শতাংশ ছিল উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, বেকারত্বের এই হার নিয়ে আসন্ন নির্বাচনে বেশ বেগ পোহাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপিকে।