কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র শীতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল। এতে এখন পর্যন্ত অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির এক-তৃতীয়াংশ অধিবাসী মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস বা এর চেয়েও কম তাপমাত্রার কবলে পড়েছে।
যুক্তরাষ্ট্রের একটি বিশাল এলাকাজুড়ে পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। বহু লোক ফ্রষ্টবাইট (তুষারক্ষত) নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালগুলো রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গৃহহীন মানুষেরা ভয়াবহ ভোগান্তির মধ্যে পড়েছে।
জানা গেছে, ডাকোটা, মিনেসোটা, ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন, নিউ ইয়র্ক এবং পেনসিলভানিয়ায় তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে।
সূত্র : বিবিসি, সিএনএন