দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনের ভিত্তিতে ঢাকায় কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার তাদের বদলির আদেশ দেয়া হয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব এ কে এম ফজলুল হক খান স্বাক্ষরিত এক চিঠিতে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
চিঠিতে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে তারা বদলিকৃত কর্মস্থলে যোগ না দিলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। গত ২৩ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওই চিঠি পাঠিয়েছিল দুদক।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যখাতের অনিয়ম-অব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে দুদকের একটি প্রতিনিধি দল। এতে দুর্নীতির ১১টি সম্ভাব্য খাত সনাক্তকরণের পাশাপাশি দুর্নীতি দূর করতে ২৫টি পরামর্শ দেয়া হয়েছে।
৩১ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে প্রতিবেদনটি তুলে দেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক। প্রতিবেদন হস্তান্তর শেষে দুদক কমিশনার বলেন, প্রতিবেদনে উল্লেখিত সুপারিশকে গুরুত্ব দেয়া হলে এ খাতের দুর্নীতি অনেকাংশেই কমে আসবে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি দূর করে স্বাস্থ্যখাতে সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিবেদনে চিকিৎসকদের পদায়নে নীতিমালা অনুসরণ, কর্মস্থলে তাদের উপস্থিতি নিশ্চিত করা ও যন্ত্রপাতি ক্রয় কমিটিতে অভিজ্ঞ লোক রাখার ওপর জোর দেয়া হয়েছে।