সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, আমি কেন, কেউ বলতে পারবে না কবে এর তদন্তকাজ শেষ হবে।
তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড এবং ইলিয়াস আলীর গুমের ব্যাপারে সরকারের তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। এব্যাপারে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই।
বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে দক্ষিণ এশিয়ায় কৌশল বাস্তবায়নে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদীন (জেএমবি), হিজবুত তাহরিরসহ জঙ্গি সংগঠনগুলোর ব্যাপারে সরকার কোনো প্রকার ছাড় দেবে না। সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশে নয়, বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই সন্ত্রাসবাদ দমনে সফলতা আসতে পারে।“
সাগর-রুনির হত্যাকাণ্ডের তদন্ত কবে শেষ হবে এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাংবাদিকরা তাদের কর্মসূচি পালন করছে এব্যাপারে আমাদের কিছুই বলার নেই। আমরা তদন্তকাজ চালিয়ে যাচ্ছি এবং এতে কোনো গাফলতি হচ্ছে না।“
তিনি আরও বলেন, “আমি কেন, কেউ বলতে পারবে না কবে এর তদন্তকাজ শেষ হবে। তবে র্যাবের কাছে তদন্তকাজ হস্তান্তর করার পরে যথেষ্ট অগ্রগতি হয়েছে।“
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদুত ড্যান মজিনা ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।