সিরিয়ায় হামলা চালালে যুদ্ধ শুরু হবে : ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধান

সিরিয়ায় হামলা চালালে যুদ্ধ শুরু হবে : ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধান

সিরিয়ায় ইরানি অবস্থানে প্রায়ই হামলা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টি নিয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ্ আল-মায়াদিন।

ইসরায়েলকে সতর্ক করে দিয়ে হিজবুল্লাহ প্রধান বলেছেন, এ ধরনের হামলা অঞ্চলটিতে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে।

ইসরায়েলের দাবি তারা মূলত ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডস কুদস ফোর্সের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সিরিয়ার ভূমি থেকে ইসরায়েলি দখলকৃত গোলান হাইটস-এ কুদস ফোর্সের মিসাইল হামলার জবাবে তারা এ হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে হিজবুল্লাহ্ প্রধান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভুল সিদ্ধান্ত নেবেন না। এই অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিবেন না।

আন্তর্জাতিক