সিরিয়ায় ইরানি অবস্থানে প্রায়ই হামলা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টি নিয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ্ আল-মায়াদিন।
ইসরায়েলকে সতর্ক করে দিয়ে হিজবুল্লাহ প্রধান বলেছেন, এ ধরনের হামলা অঞ্চলটিতে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে।
ইসরায়েলের দাবি তারা মূলত ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডস কুদস ফোর্সের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সিরিয়ার ভূমি থেকে ইসরায়েলি দখলকৃত গোলান হাইটস-এ কুদস ফোর্সের মিসাইল হামলার জবাবে তারা এ হামলা চালিয়ে আসছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে হিজবুল্লাহ্ প্রধান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভুল সিদ্ধান্ত নেবেন না। এই অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিবেন না।