ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ

ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ

অবশেষে জট খুলেছে। ৩১ মে থেকে ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের খেলা। ভিক্টোরিয়া ও আবাহনীর মধ্যকার খেলাটি পুনরায় হবে। বিসিবি সভাপতির এই সিদ্ধান্ত মেনে নিয়েছে সুপার লিগের ছয়টি ক্লাব।

বিসিবি কার্যালয়ে মঙ্গলবার সুপার লিগের ছয় দলের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি। সেখানে মোস্তফা কামাল ক্লাবগুলোকে জানান, ইউসুফের ছাড়পত্রের বৈধ বা অবৈধ প্রমাণ করতে হলে মামলা করতে হবে। আমরা কোনো ক্লাবের বিপক্ষে মামলা করতে পারবো না। ওই বিষয় থেকে সরে এসে সিদ্ধান্ত নিতে হবে।

ক্লাব প্রতিনিধিরাও সভাপতির আহ্বানে সাড়া দিয়ে বিষয়টি মেনে নেন। তবে আবাহনী তাদের দাবি কিছুটা আদায় করতে পেরেছে। ভিক্টোরিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি পুনরায় হচ্ছে। সিসিডিএমের আগের কর্মকর্তাদের অকার্যকর করে দিয়ে অন্য সদস্যদের ওপর দায়িত্ব দেওয়া হবে। এখানেও আবাহনীর জয় হয়েছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮ মার্চ ইউসুফ ইস্যুতে ভিক্টোরিয়ার বিপক্ষে অর্ধেক ম্যাচের পর খেলতে অস্বীকৃতি জানায় আবাহনী। ফলে ম্যাচরেফারি ভিক্টোরিয়াকে পূর্ণ পয়েন্ট দেওয়ার সুপারিশ করে। সেই যে খেলা বন্ধ হয় পরে তা মাঠে ফেরাতে পারছিলো না বিসিবি। উচ্চক্ষমতা সম্পন্ন কমিটিকে দায়িত্ব দিয়েও সুরাহা করতে পারেনি। বরং আবাহনী এবং মোহামেডান জোটবদ্ধ হয়ে আরও তিন ক্লাবকে সঙ্গে নিয়ে ভিক্টোরিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়।

আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলন ডেকে দাবি দাওয়া জানায়, আবাহনীকে পূর্ণ পয়েন্ট দিতে হবে, ইউসুফের নিবন্ধনের সঙ্গে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সিসিডিএম পুর্নগঠন করতে হবে। বিসিবি উপায়ান্তর না দেখে পাকিস্তানি ক্রিকেটার ইউসুফের ছাড়পত্র পরীক্ষা করে দেখার জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়। কিন্তু পুলিশ তাদেরকে জানায়, মামলা না হলে তদন্ত করতে পারবে না।

এই পরিস্থিতিতে বিসিবি সভাপতি সুপার লিগের ছয় ক্লাবের কর্মকর্তাদের মঙ্গলবারের বৈঠকে অনুরোধ করে ক্রিকেটের স্বার্থে সহনশীল হওয়ার জন্য। শেষে সর্বসম্মতিতে ক্লাব কর্মকর্তারা ৩১ মে থেকে লিগের বাকি ম্যাচগুলো খেলতে রাজি হয়। খেলাগুলো হবে ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপি এবং বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে।

সভা শেষে বিসিবি সভাপতি মোস্তফা কামাল বলেছেন, ‘আমরা ক্রিকেটের স্বার্থ দেখেছি। ছয় ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বসে গ্রহণযোগ্য একটা সমাধানও দিতে পেরেছি।’

ইউসুফের ছাড়পত্র বৈধ-অবৈধ প্রশ্নে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘পুলিশকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তারা বলেছে মামলা না হলে তাদের পক্ষে তদন্ত করা সম্ভব নয়। আমরা কোনো ক্লাবের বিরুদ্ধে মামলা করবো না। এটা ঠিকও হবে না। সেজন্য ইউসুফের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। তবে ইউসুফকে নিয়ে যেহেতু আপত্তি আছে তাই তিনি আর খেলছেন না।’

খেলাধূলা