আখের রসকে ‘জাতীয় পানীয়’ হিসেবে ঘোষণা দিয়েছে পাকিস্তানের সরকার। সোশ্যাল মিডিয়ায় ভোটাভুটির মাধ্যমে জাতীয় পানীয় নির্ধারণ করার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
জাতীয় পানীয় কী হবে তা জানতে সোশ্যাল মিডিয়া টুইটারে ভোটাভুটির আয়োজন করে পাকিস্তানের সরকার। এতে কমলার রস, আখের রস ও গাজরের রস- এই তিনটির মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলা হয়। পাকিস্তানিরা আখের রসকে দেশটির জাতীয় পানীয় হিসেবে বেছে নিয়েছে।
ওই ভোটাভুটিতে মোট ৭ হাজার ৬১৬ জন ভোট দেন। এর মধ্যে ৮১ ভাগ মানুষ আখের রসের পক্ষে ভোট দিয়েছে। আর ১৫ শতাংশ ও ৪ শতাংশ ভোট পেয়েছে যথাক্রমে কমলার রস ও গাজরের রস ।
সূত্র : হিন্দুস্তান টাইমস, দ্য নেশন