‘প্রিয় নবীর পথ অনুসরণ করে ঘুষ পরিহার করা উচিৎ’

‘প্রিয় নবীর পথ অনুসরণ করে ঘুষ পরিহার করা উচিৎ’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা পোষণ করে বলছি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে। দেশকে ঘুষ ও দুর্নীতি থেকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করেছি আমি।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেব না। কারণ আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন এর সভাপতিত্বে সংশ্লিষ্ট আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর