ভারতের তদন্ত সংস্থা সিবিআইকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ‘শরিক’ হলো সিবিআই।
তিনি আরো বলেন, দেশজুড়ে বিজেপি সিবিআইকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে অপদস্থ করার খেলায় নেমেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির পূর্ণ সময়ের অধিকর্তার খালি পদটির উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, সিবিআই হলো ‘মুণ্ডহীন’ এবং তারাও বিজেপির মতো ‘মেরুদণ্ডহীন’ হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র তো চলছেই। আপনারা তো সবই দেখতে পারছেন! বিজেপি এবং তাদের ‘শরিক’, যাদের মধ্যে সরকারি সংস্থাও রয়েছে, তারা মিলে কীভাবে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সব জায়গায় বিরোধীদের হেনস্তা করার খেলায় মেতেছে।
তিনি সংশয় প্রকাশ করে বলেন, গেরুয়া শিবির এই কাজগুলো করছে ‘ভয়’ থেকে। কারণ, তারা জানে যে, তাদের হাতে আর বেশি সময় নেই। তাই শেষমুহূর্তে যেভাবেই হোক অপদস্থ করে যাও।