মহাকাশে ২ স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

মহাকাশে ২ স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

মহাকাশে দুটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কক্ষপথে পয়গাম ও দোস্তি নামে দুটি স্যাটেলাইট দুটি পাঠানো হচ্ছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশ আগামী কয়েকদিনের মধ্যে কক্ষপথে ওই স্যাটেলাইট পাঠাবে।

তিনি বলেন, ইরানের তৈরি সাফির ক্যারিয়ারে করে নতুন ওই স্যাটেলাইট পাঠানো হবে এবং এটি মহাকাশের ২৬০ কিলোমিটার পর্যন্ত যাবে।

আন্তর্জাতিক