ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের জন্য শনিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচনে ভোটগ্রহণ হবে বলে জানা গেছে।
এর আগে গত বছর এ নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও তা আইনি জটিলতায় আটকে যায়।
দুই সিটির নতুন ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে শনিবার থেকে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
আইনি জটিলতা কটে যাওয়ার পর ২২ জানুয়ারি ঢাকা উত্তরের মেয়র পদের উপ-নির্বাচন, ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদের তফসিল ঘোষণা করা হয়।
এ নির্বাচনে উত্তরের রিটার্নিং কর্মকর্তা রয়েছে ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম এবং ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন।
উত্তরের মেয়র পদের উপ নির্বাচনে ও উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন নতুন করে মনোনয়পত্র দাখিলের প্রয়োজন নেই। তবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র পরিবর্তন করে নতুন করে মনোনয়নপত্র জমা অথবা কাগজপত্র দেওয়ার সুযোগ রয়েছে।