নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো। ব্যাপক বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন তিনি। এদিকে, জুয়ান গুইদো ওই ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে ‘স্বীকৃতি’ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জুয়ান গুইদো’কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছি।
অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জুয়ান গুইদো’কে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর একটি বিবৃতি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মাদুরো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান