টেস্টে সেরা বোলিং জুটি কারা? সেরা পেস জুটিই বা কোন ‘মানিকজোড়’?
খরার শুরু গত বছরের নভেম্বরে। গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নিলেন মাত্র ১ উইকেট। এরপর টেস্টে টানা তিন ইনিংসে থাকলেন উইকেটশূন্য। ব্রিজটাউনে এসে উইকেটের দেখা পাওয়ার আগে ছুড়েছেন তিন শ বলের বেশি! ৩৬ বছর বয়সে এসে ব্যাপারটা অবশ্যই ক্লান্তিকর। পেসার হলে তো কথাই নেই!
তবে লোকটার নাম জেমস অ্যান্ডারসন বলেই সম্ভব। এই বয়সেও উইকেট নিতে ধৈর্য ধরে গাধার খাটুনি খাটতে ক্লান্তি নেই। কাল ব্রিজটাউন টেস্টে প্রথম দিনের কথাই ধরুন। সারা দিনে সবচেয়ে বেশি ওভার বল করেছেন অ্যান্ডারসনই। পরিশ্রম সাফল্যের প্রসূতি। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলারও অ্যান্ডারসন। আর তাতে স্টুয়ার্ট ব্রডের মুখে চওড়া হাসি।
ব্রড? ব্রিজটাউন টেস্টে তো ব্রড ইংল্যান্ড দলে নেই। তাহলে গত এক দশকেরও বেশি সময় ধরে নতুন বলে অ্যান্ডারসনের নিয়মিত বোলিং সতীর্থের প্রসঙ্গ আসছে কেন? দায়টা আসলে অ্যান্ডারসনেরই। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৪ উইকেট নিয়ে মাঠের বাইরে থাকা ব্রডকেও এনে দিয়েছেন গর্ব করার মতো উপলক্ষ। নিয়মিত বোলিং জুটি হিসেবে টেস্টে ব্রড-অ্যান্ডারসনের শিকারসংখ্যা এখন ১০০২!
অ্যান্ডারসনের ৫৬৯, ব্রডের ৪৩৩—টেস্টে দুজনের উইকেটসংখ্যা। তবে দুজনই খেলেছেন এমন ম্যাচ হিসাবে নিলে ব্রডারসনের উইকেট হবে ৮৫১, ১১১ টেস্টে। একসঙ্গে খেলেছেন এমন টেস্টে হাজার উইকেট কেবল এক জুটিরই আছে। জুটির নামটা অনেকে অনুমানও করে ফেলতে পারছেন নিশ্চয়ই। ১০৪ টেস্টে ম্যাকগ্রা-ওয়ার্ন জুটির ১০০১ উইকেট। মুরালিধরন-ভাস জুটি একসঙ্গে ৯৫ টেস্ট খেলে ৮৯৫টি উইকেট নিয়েছিলেন। ব্রড-অ্যান্ডারসন জুটি আছে তিনে।
শুধু পেস জুটি বিবেচনায় নিলে ব্রডারসন জুটিই তাই ইতিহাস সেরা। এরপর থাকবেন ওয়ালশ-অ্যামব্রোস (৯৫ টেস্টে ৭৬২), ওয়াসিম-ওয়াকার (৬১ টেস্টে ৫৫৯), পোলক-ক্যালিস (৯৩ টেস্টে ৫৪৭)।
টেস্টে সেরা বোলিং-জুটি:
বোলিং–জুটি
ম্যাচসংখ্যা (একসঙ্গে খেলেছেন)
উইকেটসংখ্যা
ম্যাকগ্রা–ওয়ার্ন
১০৪
১০০১
মুরালি–ভাস
৯৫
৮৯৫
ব্রড–অ্যান্ডারসন
১১১
৮৫১
ওয়ালশ–অ্যামব্রোস
৯৫
৭৬২
ওয়াসিম–ওয়াকার
৬১
৫৬৯
টেস্টে সেরা পেস জুটি:
পেস–জুটি
ম্যাচসংখ্যা (একসঙ্গে খেলেছেন)
উইকেটসংখ্যা
ব্রড–অ্যান্ডারসন
১১১
৮৫১
ওয়ালশ–অ্যামব্রোস
৯৫
৭৬২
ওয়াসিম–ওয়াকার
৬১
৫৬৯
পোলক–ক্যালিস
৯৩
৫৪৭
এনটিনি–ক্যালিস
৯৩
৫৩৮
আরও সংবাদ