বিচারক নিয়োগে যোগ্যতা নির্ধারণে আইন হবে: আইনমন্ত্রী

বিচারক নিয়োগে যোগ্যতা নির্ধারণে আইন হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে যোগ্যতা নির্ধারণ সংক্রান্ত আইন করতে সরকার চিন্তাভাবনা করছে। এ ব্যাপারে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এম. টেরেসা খোর সঙ্গে সাক্ষাৎকালে আইনমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে ন্যায়পাল নিয়োগ, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে যোগ্যতা নির্ধারণ সংক্রান্ত আইন প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইনমন্ত্রী বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায়পাল নিয়োগের বিষয়টি সরকার আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে। অধিক আর্থিক সংশ্লেষের কারণে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার দাবি রাখে। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এর সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন।’

এডিবির কান্ট্রি ডিরেক্টর সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের আন্তরিক আগ্রহের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় এডিবি সর্বাত্মক সহযোগিতা দেবে।’

সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে এডিবি বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বাংলাদেশ