ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় ১১৭ কোটি ৬১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
পরিবেবশ অধিদপ্তরের আওতায় Community Based Adaptation in the Ecologically Critical Areas through Biodiversity Conservation and Social Protection Project এ ১৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আওতায় খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন (সংশোধিত) প্রকল্পে পাঁচ কোটি ৪০ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে কৃষি আবহাওয়া পূর্বাভাস ও পূর্বসর্তকীকরণ পদ্ধতি উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে ফসল রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিএডিসির আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও খাদ্য নিরাপত্তার জন্য চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় রবার ড্যাম নির্মাণের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পে ২৪ কোটি ৯১ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আড়িয়াল খাঁ নদীর বাম তীরের ভাঙ্গন থেকে বহেরাতলা বাজার সংরক্ষণ প্রকল্পে ১৪ কোটি ৫৯ লাখ টাকা অনুমোদন করা হয়।
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় Renewable Energy Development in Remote Off Grid (Char & Haor) Areas in Bangladesh Project এ ২৪ কোটি ৩২ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা পরিষদের আওতায় সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের পুণর্বাসনে আশ্রয়স্থল হিসেবে গৃহ নির্মাণ ও সুপেয় পানি সংরক্ষণ প্রকল্পে দেওয়া হয়েছে ১৭ কোটি সাত লাখ টাকা।
ময়মনসিংহ পৌরসভার আওতায় জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য ময়মনসিংহ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পে দেওয়া হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টাকা।
পাংশা পৌরসভার আওতায় অবকাঠামা ÔStructural development to cope with the adverse impacts of climate change in Pangsa PourashavaÕ এক কোটি ৯৫ লাখ টাকা দেওয়া হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তরের আওতায় বাজার ÔMarked Development initiative Bondhu Cula improve cook stoves Project প্রকল্পে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে।
ট্রাস্টিবোর্ডের সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।