ধর্মপ্রতিমন্ত্রীর বাসা থেকে হিজবুত তাওহীদের ২সদস্য আটক!

ধর্মপ্রতিমন্ত্রীর বাসা থেকে হিজবুত তাওহীদের ২সদস্য আটক!

ধর্মপ্রতিমন্ত্রী ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পটুয়াখালীস্থ বাসা থেকে হিজবুত তাওহীদের ২সদস্যকে বিভিন্ন বই ও লিফলেটসহ আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন শহরের কলাতলা এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে মোঃ হান্নান মৃধা (২৫) এবং বল্লভপুর এলাকার মোজাম্মেল তালুকদারের ছেলে জসিম উদ্দিন তালুকদার (২৮)।

এদের মধ্যে হান্নান মৃধার বাবা জাহাঙ্গীর মৃধা ধর্মপ্রতিমন্ত্রীর ভাইয়ের ছেলে।

সেই সম্পর্কে আটক হান্নান ধর্মপ্রতিমন্ত্রীর নাতি বলে নিশ্চিত করেছেন একাধিক গোয়েন্দা বাহিনীর সদস্য এবং এলাকাবাসী।

মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের থানাপাড়া এলাকার মন্ত্রীর নিজ বাসভবন থেকে এদেরকে আটক করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, ঘটনার সময় দাজ্জালসহ কিছু বই ও লিফলেট মন্ত্রী মহোদয়ের বাসায় উপস্থিত লোকদের মধ্যে বিতরনকালে মন্ত্রী মহোদয়ের গানম্যান হুমায়ুন হান্নান ও জসিমকে আটক করে সদর থানায় খবর দেয়।

তিনি জানান, কেন বা কি উদ্দেশ্যে আটককৃতরা ওই বাসায় প্রবেশ করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সদর থানায় উপস্থিত সাংবাদিকদের সামনে আটক জসিমকে হাজির করে তার কাছ থেকে হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক কথা শোনানো হলেও সাংবাদিকদের কোন রকমের প্রশ্ন বা ছবি তুলতে দেননি আবু বকর সিদ্দিক।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, হিজবুত হাওহীদ নিষিদ্ধঘোষিত কোন সংগঠন না হলেও জিজ্ঞাসাবাদের জন্য হান্নান এবং জসিমকে আটক করা হয়েছে।

এরআগে পুলিশ সুপার আজাদ মিয়া সদর থানায় উপস্থিত হলেও তিনি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম থানার সামনে অপেক্ষমান সাংবাদিকদের এড়িয়ে কিছু না বলেই গাড়িযোগে থানা ত্যাগ করেন।

অপরদিকে জসিম এবং হান্নানের আটকের পরপরই ক্ষমতাসীনদলের একাধিক নেতা মন্ত্রীর নাতির ব্যাপরটি এড়ানোর জন্য জোড় তদবির চালিয়েছে মোবাইল ফোন এবং থানায় হাজির হয়ে-এ তথ্য গোয়েন্দা সদস্যদের।

বাংলাদেশ