সুপার ম্যাচে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

সুপার ম্যাচে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দফায় ঢাকা পর্বের প্রথম দিনে জমজমাট ম্যাচে মুখোমুকি ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস। শক্তির দিক দিয়ে ঢাকা অনেক এগিয়ে থাকলেও পারফর্মেন্স দেখিয়ে বাজিমাত করেছে চিটাগং। দিনের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে তাই ব্যাটিং বেছে নিয়েছে সাকিব আল হাসানের দল। লক্ষ্য বড় স্কোর করে মুশফিকদের চাপে ফেলা।

চলতি আসরের শুরু থেকেই পয়েন্ট তালিকার এক নম্বরে আছে ঢাকা ডায়নামাইটস। ৬ ম্যাচে মাত্র ১টিতে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মুশফিকুর রহিমের চিটগং ভাইকিংসও কম যায় না। ৫ ম্যাচে ৪ জয় তুলে আছে দুই নম্বরে। সুতরাং আজকের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এটা আশা করা যেতেই পারে।

উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে তারকাবহুল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৮ রানে হারিয়ে দিয়েছে মেহেদী মিরাজের দল রাজশাহী কিংস। এই ম্যাচেই চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর ইংলিশ তারকা লরি ইভান্স। ৬২ বলে অপরাজিত ১০৪* রানের ইনিংস খেলেছেন তিনি।

খেলাধূলা