চট্টগ্রামে এলডিপি অফিস থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১

চট্টগ্রামে এলডিপি অফিস থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১

চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র কার্যালয় থেকে মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এরপর পুলিশ নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে ইদ্রিস চৌধুরী নামে এলডিপি ও বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত একজনকে আটক করেছে।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আছে, হোয়াইট গান পাউডার, রেড গান পাউডার, ৩০টি হাকিমপুরী জর্দ্দার কোটা, প্রায় দু’ কেজি ওজনের হাজারখানেক সীসার তৈরি স্পিন্টার এবং ১২টি কালো টেপ। এগুলো সবই হাতবোমা তৈরির সরঞ্জাম বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে তারা নন্দনকাননের একটি ইলেকট্রিক মার্কেটের দোতলায় এলডিপি’র চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ শাখার কার্যালয়ে অভিযান চালাতে যায়।

এসময় ওই কার্যালয়ের কেয়ারটেকারকে  টলিফোনে যোগাযোগ করে কার্যালয়ে আসার জন্য বললে তিনি অপারগতা প্রকাশ করেন। এরপর পুলিশ ওই মার্কেটের সাধারণ লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে তালা কেটে ওই কার্যালয়ে প্রবেশ করেন।

সেখানে ঢুকে দরজা ও কার্নিশের মাঝখান থেকে একটি চটের বস্তা উদ্ধার করে। ওই বস্তার ভেতর কাগজের প্যাকেটে মোড়ানো বোমা তৈরির সরঞ্জামগুলো পাওয়া যায়।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-কমিশনার তারিক আহমেদ বলেন, ‘গত রোববার কাজীর দেউড়িতে বিরোধীদলের কর্মসূচি চলাকালে বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশের উপর বোমাও নিক্ষেপ করেছিল। ধারণা করছি, ওই বোমাগুলো এলডিপি কার্যালয়ে বসে বানানো হয়েছিল এবং পরে তার সরবরাহ করা হয়েছিল।’

এদিকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর পুলিশ কাজীর দেউড়িতে নিজ বাসায় অভিযান চালিয়ে ইদ্রিস চৌধুরীকে আটক করে।

ডিবি’র সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, আটকের পর ইদ্রিস জানায়, তিনি এলডিপি অফিস সামগ্রিকভাবে দেখাশোনা করেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত থাকার কথা বলেছেন।

এদিকে এলডিপি অফিসের পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারি ফজল কাদের জানান, তিনি বিকেল ৫টার দিকে এলডিপি’র দপ্তর সম্পাদক দোস্ত মোহাম্মদকে অফিসে দেখেছেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি অফিস ছেড়ে যান। এরপর ওই অফিসের দু’সহকারীও তালা মেরে চলে যান।

তিনি জানান, এলডিপি সাধারণত প্রতিদিন খোলা হয়না। কিংবা খোলা হলেও প্রতিদিন নেতাকর্মীদের তেমন ভিড় থাকেনা। তবে গত এক সপ্তাহ ধরে প্রতিদিন এলডিপি অফিসে দোস্ত মোহাম্মদ সহ কয়েকজন নেতাকর্মীকে তিনি আসতে দেখেছেন।

বাংলাদেশ