চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহেই ভারতের লোকসভা নির্বাচনের ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন। মোট কত দফায় ওই নির্বাচন করা হবে এবং কতদিন ধরে নির্বাচন পরিচালনা করা হবে, সেই রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে।
বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ৩ জুন। তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে।
কত দফায় এবং মোট কত দিন ধরে নির্বাচন পরিচালনা করা হবে, তা ঠিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
কত সংখ্যক নিরাপত্তা বাহিনী পাওয়া যাচ্ছে এবং অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচন সূচি ঘোষণা করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে।
সারা দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটও একই সঙ্গে করে ফেলা হবে বলে ধারণা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মিরে বিধানসভা ভেঙে দেওয়ায় সেখানেও একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট করা হতে পারে বলেই অনুমান নির্বাচন বিশেষজ্ঞদের।