একতা কাপুরের টিভি সিরিয়াল ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ যদি দেখে থাকেন তবে কারিশমা তান্নাকে না চেনার কোনো কারণ নেই। এই ছবি দিয়েই তার ক্যারিয়ার শুরু। টেলিভিশনে তুমিল জনপ্রিয় সেই ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। কয়েক মাস আগে ‘সঞ্জু’ ছবিতেও তার অভিনয় নজর কেড়েছিল। সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এ বার ট্রোলিংয়ের শিকার হলেন।
সম্প্রতি বাথটবে শুয়ে থাকা একটি ছবি ওয়ালে শেয়ার করেছেন কারিশমা। তিনি লিখেছেন, ‘কী ক্যাপশন হবে বুঝতে পারছি না। সাহায্য করবেন?’
সেই ছবিতে কালো পোশাকে বেশ আবেদনময়ী দেখাচ্ছে কারিশমাকে। কিন্তু ওই পোশাকের কারণেই ট্রোলড হতে হয়েছে তাকে। অভিনেত্রীর পোশাক নিয়েই মূলত কটাক্ষ করেছেন সোশ্যাল ইউজাররা। কেউ ক্যাপশন সাজেশন দিয়েছেন, ‘যখন আপনার স্নান করতে ইচ্ছেই করে না।’ কেউ লিখেছেন, ‘এত ঠাণ্ডা পড়েছে, স্নান করব না।’ আবার কেউ সাজেশনের বদলে লিখেছেন, ‘সকলে তো জামাকাপড় খুলেই স্নান করে। আপনি বোধহয় জামা খুলতে ভুলে গিয়েছেন।’
পোশাকের কারণে সোশ্যাল ওয়ালে ট্রোলিং নতুন নয়। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, ফতিমা সানা শেখ- তালিকাটা লম্বা। অভিনেত্রীরা বারবার প্রশ্ন তুলেছেন, পোশাক নির্বাচনের স্বাধীনতা তো প্রত্যেকেরই রয়েছে। সেই পোশাকে ছবি দেওয়ার স্বাধীনতাও আছে সবার। কিন্তু ট্রোলিংয়ের নামে সোশ্যাল ইউজারদের মর্যাল পুলিশ হওয়ার দায়িত্ব কে দিল, উঠছে এ প্রশ্ন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কারিশমা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।