কানাডার প্রধানমন্ত্রীর অনুরোধের পরেও শেলেনবার্গকে মৃত্যুদণ্ডাদেশ দিল চীন

কানাডার প্রধানমন্ত্রীর অনুরোধের পরেও শেলেনবার্গকে মৃত্যুদণ্ডাদেশ দিল চীন

কানাডার নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গকে মাদক চোরাচালানের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দিল চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়েন ইন্টারমিডিয়েট পিপলস আদালত। চীনে আটক সেই কানাডিয়ান নাগরিককে ছেড়ে দিতে আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও তার সেই অনুরোধ রাখা হয়নি।

মাদক পাচারের দায়ে ২০১৪ সালে শেলেনবার্গকে আটক করা হয়। গত নভেম্বরে আদালতের এক রায়ে তাকে ১৫ বছরেরর কারাদণ্ড দেওয়া হয়েছিল। চীন থেকে অস্ট্রেলিয়া মাদক পাচারের অপরাধে তাকে আটক করা হয়েছিল।

সোমবার আদালত সাজা বাড়িয়ে তাকে এক রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে বলেন, এমন দায়িত্বহীন মন্তব্য করা বন্ধ করুন।

অন্যান্য আন্তর্জাতিক