আগামী সপ্তাহে মস্কোতে বৈঠকে বসবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তারা আলোচনা করবেন বলে জানা গেছে।
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরবর্তী কার্যক্রম নিয়ে বৈঠকে পরিকল্পনা করা হবে। বৈঠকটি রাশিয়ার মস্কোতে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উসাকভ সাংবাদিকদের জানায়, রাশিয়া, ইরান ও তুরস্কের সঙ্গে সিরিয়া নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করার প্রস্তাব রাশিয়াও চায়।
এর আগে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।