সম্মেলনের মাধ্যমে দলের আগামী নেতৃত্ব নির্বাচন করতে হবে।’ মঙ্গলবার স্থানীয় সার্কিট হাউসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এ সময় ক্ষোভ প্রকাশ করে আশরাফ বলেন, “আমার জেলা কিশোরগঞ্জে ১৬ বছর ধরে কোনো সম্মেলন হয় না। ৬৪ জেলার মধ্যে এ বছর প্রথমেই কিশোরগঞ্জ জেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে।“
তার বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঞা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিতে হবে। এতে জেলা, উপজেলাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ শক্তিশালী হবে।“
পরে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জেলা আইনজীবী সমিতি ভবনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে নির্মিত নতুন ভবন উদ্বোধন করেন এবং জেলা শিল্পকলা একাডেমিতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলনে অ্যাডভোকেট আবদুল হামিদ এম.পি সভাপতি ও একেএম শামছুল হক গোলাপ মিয়া এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার মৃত্যুর পর শাহাবুদ্দিন ঠাকুর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনিও মারা গেলে অ্যাডভোকেট এম.এ আফজল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন।
এছাড়া অ্যাডভোকেট আবদুল হামিদ প্রথমে ডেপুটি স্পিকার ও পরে স্পিকার নির্বাচিত হওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির পদ ছেড়ে দিলে সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়া ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।