দেশের সর্বস্তরের মানুষের পুষ্টির উন্নয়নে মাংসের দাম কমানোর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। গতকাল মঙ্গলবার রাজধানীর খামারবাড়ীর প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শনে গিয়ে মতবিনিময়সভায় এ তাগিদের কথা বলেন তিনি।
এ সময় কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে জানান, দেশের পশু-পাখির রোগ প্রতিরোধে সরকারের প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানগুলো গত অর্থবছরে (২০১৭-১৮) গবাদি পশুর জন্য এক কোটি ৮০ লাখ ডোজ এবং হাঁস-মুরগির জন্য আড়াই কোটি লাখ ডোজ টিকা উৎপাদন করেছে। অন্যদিকে কৃত্রিম প্রজনন কার্যক্রমের আওতায় গরুর জাত উন্নয়নে দেশজুড়ে প্রতিবছর ৪২ লাখ ডোজ সিমেন সরবরাহ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী ফিডমিল ও মাংসের দাম কমানোর ওপর জোর দিয়ে বলেন, ধনী-গরিব সবাই যাতে মাংস কিনে খেতে পারে—তা নিশ্চিত করতে হবে।
সভায় একই মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল উপস্থিত ছিলেন।