ডিএসইতে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক

ডিএসইতে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক

সপ্তাদের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ডিএসইএক্স ২০১৮ সালের ৯ এপ্রিল বেশি ছিল। ওই দিন ডিএসইএক্স ৫ হাজার ৮৭৯ পয়েন্ট ছিল।

মঙ্গলবার অন্য দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯ পয়েন্টে।

এ নিয়ে চলতি সপ্তাহে দুইদিন সূচক বেড়েছে পুঁজিবাজারে। রোববার সূচকের বেশ খানিকটা উল্লম্ফন ঘটে। ঐ দিন ডিএসইএক্স বাড়ে ৬৩ পয়েন্ট; তবে সোমবার তা ২৪ পয়েন্ট পড়ে যায়।

সোমবার ডিএসইতে এক হাজার ১৩৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক সোমবারের চেয়ে ৭ কোটি টাকা কম।

মঙ্গলবার ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অর্থ বাণিজ্য