বুধবার সকাল ১০টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সদ্য রেলপথ মন্ত্রণালয় থেকে ‘অব্যাহতি’ নেওয়া মন্ত্রী ও বর্তমান দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। ঝিগাতলায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার রাতে বাংলানিউজকে জানিয়েছেন সুরঞ্জিতের ব্যক্তিগত কর্মকর্তা কামরুল হক।
৯ এপ্রিল মধ্যরাতে রেলওয়ের অর্থ কেলেঙ্কারির পর তিনি তৃতীয়বারের মত সংবাদ সম্মেলন ডেকেছেন।
১৬ এপ্রিল রেলভবনে সংবাদ সম্মেলন ডেকে রেলপথ মন্ত্রণালয়ে মন্ত্রীত্বের পদ থেকে অব্যাহতি নেন এ রাজনীতিক। রেলভবনে পদত্যাগের ঘোষণার সংবাদ সম্মেলনে এপিএসের অর্থ কেলেঙ্কারিতে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন সুরঞ্জিত, সেই সঙ্গে বলেন, এখানেই তার রাজনৈতিক জীবনের ইতি নয়।
“রাজনীতিতে এটা আমার যাত্রাবিরতি। আমি তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে আবার ফিরে আসব,” বলে যান তিনি।
গত বছরের ২৮ নভেম্বর রেলমন্ত্রী হিসেবে শপথ নেন সুরঞ্জিত। শপথ নেওয়ার পর দুর্নীতির কালো বিড়াল খুঁজে বের করার ঘোষণা দেন তিনি। কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হওয়া সুরঞ্জিত নাটকীয়ভাবে রেল মন্ত্রণালয়ের অর্থ কেলেংকারির ঘটনায় তার দিকেও অভিযোগের আঙ্গুল ওঠে।
১৬ এপ্রিল মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নিয়ে সংসদীয় গণতন্ত্রে নজির গড়েন সুরঞ্জিত।
সুরঞ্জিত সেনগুপ্ত রেল মন্ত্রণালয় থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে দফতরবিহীন মন্ত্রী করা হয় তাকে। সরকারি তথ্য বিবরণীতে ১৭ এপ্রিল জানানো হয়, “প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ সালের (৩) এর ৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক দফতরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।“
অর্থ কেলেংকারির এ ঘটনায় ১৫ এপ্রিল রেলের মহাপরিচালক আবু তাহেরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। ১৩ মে রেল সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও রেলেওয়ের মহাপরিচালক আবু তাহের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বাংলানিউজকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, তদন্তে অর্থ কেলেংকারির সঙ্গে সুরঞ্জিতের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমকেও অনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটির প্রধান বলেছেন, ৯ এপ্রিল গাড়িটি সুরঞ্জিতের বাসায় যাচ্ছিলেন কি-না তা সম্পর্কে তিনি অবগত নন।