হার্ট অ্যাটাকে মাঠেই তরুণ ক্রিকেটারের মৃত্যু!

হার্ট অ্যাটাকে মাঠেই তরুণ ক্রিকেটারের মৃত্যু!

খেলার মাঠে মৃত্যুর ঘটনা বারবার নাড়া দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে ক্রিকেট মাঠে। এবার ওপার বাংলার তরুণ ক্রিকেটার অনিকেত শর্মা (২১) মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে! প্রতিদিনের মতোই সকালে অনুশীলন করতে নেমেছিলেন পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার অনিকেত। কিন্তু এদিন আর ফিরতে পারলেন; বাড়িতে গেলেন লাশ হয়ে।

কলকাতার দৈনিকগুলো জানিয়েছে, বুধবার থেকে মিলন সমিতির বিপক্ষে ম্যাচ ছিল অনিকেতের দলের। তাই মঙ্গলবার সকাল ১১টা থেকে টালা পার্ক মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। হালকা গা ঘামানোর পরে ফুটবল খেলা শুরু করেন অনিকেত নিজেই। দুই দল ভাগ করার সময় হঠাৎই সবার মানে মুখ থুবড়ে পড়ে যান তিনি। ক্লাবের পক্ষ থেকে তাকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে অনিকেতকে মৃত ঘোষণা করেন ডাক্তারেরা।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বাঁ হাতি ব্যাটসম্যানের। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না। ঘটনার সময় অনিকেতের পাশেই ছিলেন সতীর্থ বিপ্লব রায়চৌধুরী। পরে তিনি বললেন, ‘হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেল ও। ভেবেছি, মজা করছে। কিন্তু দুই তিনবার ডাকার পরেও সাড়াশব্দ পাওয়া যায়নি। দেখি, চোখ উল্টে গেছে। তখনই অ্যাপ ক্যাব ডেকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারলাম না।’

পরিবার সূত্রে জানানো হয়েছে, শরীরে কোনও সমস্যা ছিল না অনিকেতের। ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন রূপায়ণের তাগিদে ৫ বছর আগে কোচ সুশীল সিকাড়িয়ার সঙ্গে কলকাতায় আসে অনিকেত। গত বছর সত্যসন্ধি ক্লাবের হয়ে ভালো খেলায় প্রথম ডিভিশন ক্লাবে ডাক পান তিনি। বাবা কমল শর্মা ও মা নিপাদেবীকে কথা দিয়েছিলেন, বড় ক্রিকেটার হবেন। সেই প্রতিশ্রুতি আর পূরণ করা হলো না পরিবারের একমাত্র সন্তান অনিকেতের।

খেলাধূলা