উড়ন্ত ঢাকাকে মাটিতে নামাল রাজশাহীর রাজারা

উড়ন্ত ঢাকাকে মাটিতে নামাল রাজশাহীর রাজারা

মায়ের নাম লেখা জার্সি পরে আজ মাঠে নেমেছিল রাজশাহীর রাজারা। সেই মাতৃভক্তির জোরেই হয়তো এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজেয় ঢাকা ঢায়নামাইটসকে ২১ রানে হারিয়ে প্রথম হারের স্বাদ দিল মেহেদী মিরাজের দল। চলতি আসরে রাজশাহীর এটা তৃতীয় জয়। যাতে দারুণ অবদান রেখেছেন মুস্তাফিজ, মিরাজ, উদানা, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীসরা। আজ চমৎকার টিম পারফর্মেন্স দেখা গেছে কিংস শিবিরে।

ছোট টার্গেট তাড়া করতে নেমে বড় বিপদে পড়ে যায় ঢাকা ডায়নামাইটস। দলীয় ১১ রানে সুনিল নারাইনকে (১) প্যাভিলিয়নে ফেরত পাঠান মেহেদী মিরাজ। অপর ওপেনার হজরতুল্লাহ জাজাইকে (৬) বোল্ড করে দেন উদানা। আরফাত সানির ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফিরেন ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল (১১)। রনি তালুকদারকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন অধিনায়ক সাকিব। কিন্তু ১৮ বলে ১৩ রান করে বিশ্বসেরা অল-রাউন্ডার পরিণত হন আরাফাত সানির দ্বিতীয় শিকারে। এই স্পিনারের তৃতীয় শিকার রনি তালুকদার (১৪)। সানির বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি।

৫৩ রানে ৫ উইকেট হারানোর পর কায়রন পোলার্ড এবং মোহাম্মদ নাইম এগিয়ে নিতে থাকেন ঢাকাকে। এবার আঘাত হানেন মেহেদী মিরাজ। তরুণ স্পিনারের বলে শাহরিয়ার নাফীসের তালুবন্দি হন নাইম (১৭)। বিধ্বংসী পোলার্ড কামরুল ইসলাম রাব্বির বলে বদলি ফিল্ডার সৌম্য সরকারের অসাধারণ ক্যাচে পরিণত হলে আবারও বিপদে পড়ে যায় ঢাকা। উইকেটে এসেই রান-আউট হয়ে যান রুবেল (০)। শেষ ওভারে মুস্তাফিজের শিকার হন ১৪ বলে ২১ রান করা নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১৬ রান তুলতে সক্ষম হয় ঢাকা ডায়নামাইটস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তুলে রাজশাহী কিংস। দলীয় ২ রানেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (০) আন্দ্রে রাসেলের বলে পোলার্ডের তালুবন্দি হন। এরপর শাহরিয়ার নাফীস আর মার্শাল আইয়ুবের ৭৫ রানের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় রাজশাহী। নাফীস ২৭ বলে ২৫ এবং আইয়ুব ৩১ বলে ৪৫ রান করেন। ১২তম ওভারে এই দুজনকে ফেরত পাঠিয়ে ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করেন সুনীল নারাইন।

১৮ বলে ২০ রান করা জাকির হাসান অ্যালিস ইসলামের বল ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে স্টাম্পড হয়ে যান। শেষের দিকের ব্যাটসম্যানরা কেউ বড় রান করতে পারেননি। জংকার (৯*), সেকুজে প্রসন্ন (২) এবং ইসুরু উদানা (৩*) রান করেন। বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন সুনিল নারাইন। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল এবং আল ইসলাম।

খেলাধূলা