ইরানকে ৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়া

ইরানকে ৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়া

অবকাঠামো উন্নয়নের জন্য ইরানকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়া। হঠাৎ করেই অবশ্য বিপুল অংকের এ ঋণের বিষয়টি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন ধরেই উভয় দেশের মাঝে এ ঋণের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।

২০১৫ সালে ইরান সফরকালে রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক্স পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষণা দেন।

সম্প্রতি এ ঋণ ইরানি সংসদে বাজেট পর্যালোচনা অ্যাডহক কমিটির আলোচনার মাধ্যমে পাস হয়েছে বলে সাংবাদিকদের জানান পার্লামেন্ট মুখপাত্র মোহাম্মদ মেহদি মোফাত্তেহ।

সংসদের বাজেট কমিটিতে উত্থাপনের পর সদস্যদের সম্মতিতে এটি পাস হয়। এর অর্থ অবকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক