বেসিক ব্যাংক লিমিটেডের নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ সেলে কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাদের ১৪তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। মাসব্যাপী এ কর্মশালা চলবে জুনের মাঝামাঝি পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেনিং সেলের প্রধান অশোক বন্ধু দাসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেসিক ব্যাংকের ৩০ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নিয়েছেন।